Monday, November 12, 2018

FIRE EXTINGUISHER/ ফায়ার এক্সটিংগুইসার


           FIRE EXTINGUISHER/বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র

 যে যন্ত্র সহজে বহন করে আগুনের সুচনালগ্নেই আগুন নির্বাপন করা যায় তাকে   বহনযোগ্য অগ্নি নির্বাপন যন্ত্র বলে।



    




      FIRE EXTINGUISHER বা বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্চার প্রকার। যথা  
               1.Water type  2.Gas type  3.Powder type  4.Foam type.








 ১। অপারেটিং লিভারঃ এটাতে চাপ দিলে ভেতরের গ্যাস,পাওডার,পানি, ফোম ইত্যাদি বের হয়ে আসে।
২। সেপটি পিনঃ অপারেটিং লিভার আটকিয়ে রাখে।
৩।কেরি হ্যান্ডেলঃ বহন করার জন্য ব্যবহার হয়।
৪।মনোমিটারঃ ভেতরের গ্যাস এর প্রেসার ঠিক আসে কিনা তা দেখা যায়।
৫।হাই প্রেসার হোজঃ এটা দিয়ে পাওডার বের হয়।
৬।নজলঃ এটা দেখে সাধারণত কোন প্রকারের তা চিনা যায়।

















No comments: