Friday, November 9, 2018

আগুন কি?What is fire?

What is fire? / আগুন কি? 

আগুন হচ্ছে দাহ্যবস্তু, অক্সিজেন, পরিমিত তাপ এই তিনটি উপাদানের সংযোগে বিরতিহীন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটি অবিচ্ছিন্ন প্রজ্জলন প্রক্রিয়া । যা আলো ও তাপ বিকশিত করে।
Fire is a chemical reaction among heat fuel and oxygen. It produce excessive heat, light and smoke containing toxic gases.

                                                                                    আগুনের শ্রেনী বিন্নাশঃ

১। শ্রেনী = A কঠিন পদার্থের আগুন= কাঠ,বাঁশ,কাপড় ইত্যাদি। (Solid fire)
২। শ্রেনী= B তরল পদার্থের আগুন = ডিজেল, পেট্রোল,কেরোসিন, ইত্যাদি।(Liquid fire)
৩। শ্রেনী= C গ্যাসীয় পদার্থের আগুন = এল পি জি ,মিথেন,ইথেন ইত্যাদি।(Gases  fire)
৪। শ্রেনী= D ধাতব পদার্থের আগুন= লোহা, তামা,সোনা ইত্যাদি।(Metal fire)

অগ্নি প্রজ্জলন নীতিঃ আগুনের উপাদান তিনটি,দাহ্যবস্তু,অক্সিজেন, পরিমিত তাপ ।এই তিনটি উপাদান বিদ্যমান থাকলে এবং রাসায়নিক বিকৃয়া চলতে থাকলে-আগুন জ্বলতে থাকে । এটাকে অগ্নি প্রজ্জলন নীতি বলে।
নির্বাপন নীতিঃ দাহ্যবস্তু,অক্সিজেন,পরিমিত তাপ এই তিনটি উপাদানের একটি উপাদান সড়াতে থাকলে আগুন নিবে যাবে। উহাকে নির্বাপন নীতি বলে।
আগুন নির্বাপন পদ্দতিঃ  দাহ্যবস্তু সীমিত করন (Starvation) অক্সিজেন সীমিতকরন(Smothering) তাপ সীমিতকরন(Coolling)।

দাহ্যবস্তু সীমিতকরণ(starvation): এটা আমরা তিন ভাবে করতে পারি-*জলন্ত দাহ্যবস্তু  সরিয়ে *জলন্ত দাহ্যবস্তুর পাশ্ববর্তী দাহ্যবস্তু সরিয়ে*
অক্সিজেন সীমিতকরন(Smothering): আমরা জানি বাতাসের ২০˙৯৩% অক্সিজেন। তাই বাতাস সীমিত করতে পারলেই অক্সিজেন সীমিত হয়ে যাবে। ভেজা বস্তা,কম্বল,মোটা কাপড় ইত্যাদি অথবা শক্ত কিছু চাপা দিয়ে আমরা এই কাজটা করতে পারি।
তাপ সীমিতকরন(Coolling): আমরা সাধারণত পানি দিয়ে এ কাজটি করতে পারি।

No comments: