Friday, November 16, 2018

জরুরী উদ্ধার পদ্ধতি


                                         
জরুরী উদ্ধার পদ্ধতি

                                                                                                               



     দূর্ঘটনার যায়গা থেকে আহত বা আটকে পড়া লোকদের কোনকিছুর  সাহায্য ছাড়া দ্রত নিরাপদ যায়গায় সরিয়ে আনার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে জরুরী উদ্ধার পদ্ধতি বলে।
  জরুরী উদ্ধার পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। যথঃ-
            *একজন উদ্ধারকারীর জন্য  
           * দুইজন উদ্ধারকারীর জন্য   


                                               HUMAN CRUTCH
যখন কোন ব্যক্তি এক পায়ে আঘাত পেয়ে হাটতে পারে না তখন এ পদ্ধতি ব্যবহার করা হয়।




                                                          PICK-A-BACK
যখন কোন ব্যক্তি দুই পায়ে আঘাত পেয়ে হাটতে পারে না তখন এ পদ্ধতি ব্যবহার করা হয়।



                                            CRADLE METHOD
যখন কোন ব্যক্তি ছোট বা হালকা হয় তখন এই পদ্ধতি ব্যবহার করা যায়।



                                        FIRE MAN’S LIFT
যখন কোন ব্যক্তি অজ্ঞান হয়ে যান তখন উদ্ধারকারী আহত ব্যক্তিকে কাঁধের উপর রেখে যে পদ্ধতিতে নিরাপদ যায়গায় নিয়ে যায় তাকে “ফায়ার ম্যান লিফ্‌ট বলে”।


                                       REMOVAL DOWN STAIRS
যখন আহত ব্যক্তি অজ্ঞান হয় এবং সিড়ি দিয়ে নামাতে হয় তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়।


                                             FIRE MAN’S CRAWL
যখন আহত ব্যক্তি কোনকিছুর নিচে চাপা পরে থাকে তখন উদ্ধারকারী আহত ব্যক্তিকে হামাগুড়ি দিয়ে যে পদ্ধতিতে নিরাপদ যায়গায় নিয়ে আসে তাকে “ফায়ার ম্যান ক্রোল” বলে।


                                            TWO HANDED SEAT
আহত ব্যক্তিকে দুই হাত ব্যবহার করে উদ্ধার করার পদ্ধতিকে TWO HANDED SEAT /দুই হাতের আসন  বলে।
                      

                                           THREE HANDED SEAT
আহত ব্যক্তিকে তিন হাত ব্যবহার করে উদ্ধার করার পদ্ধতিকে THREE HANDED SEAT /তিন  হাতের আসন  বলে।

   
                                        FOUR HANDED SEAT
আহত ব্যক্তিকে চার হাত ব্যবহার করে উদ্ধার করার পদ্ধতিকে TWO HANDED SEAT /চার হাতের আসন  বলে।

             


                                                          FORE AND AFT METHOD
আহত ব্যক্তির পেট কেটে গিয়ে ভুড়ি বের হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে এই পদ্ধতি ব্যবহার করা হয়।

                                  01821516886      THANK YOU


10 comments:

Md Naeem Islam said...

Thank you vai ato sundor kore post korar jonno☺️

Anonymous said...

অনেক সুন্দর উপস্থাপন

Tufajjol said...

Thank you so much brother

Anonymous said...

ধন্যবাদ 💝

Anonymous said...

Thanks for everything

Anonymous said...

Great brother

Anonymous said...

very good

Anonymous said...

❤️

Anonymous said...

❤️❤️

Anonymous said...

Thank You Sir, for sharing with us this valuable content.
I hope you share your blog post regularly.
Regards,
Mohammed Ali